আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় নাসিরনগরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নাসিরনগরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১১:০২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


2ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘কথিত’ বন্দুকযুদ্ধে রুবেল মিয়া (২৮) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশ সদস্য।

নিহত রুবেলের বিরুদ্ধে নাসিরনগর থানায় ডাকাতির অভিযোগে আটটি ও বিজয়নগর থানায় চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি একই উপজেলার নুরপুর গ্রামের ফয়েজ মিয়ার ছেলে।

সোমবার (৬ জুন) দিনগত রাতে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের তোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- ওসি মো. আব্দুল কাদের, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল, কনস্টেবল রাখাল ও আবু তাহের।

নাসিরনগর থানার ওসি মো. আব্দুল কাদের জানান, গভীর রাতে একদল ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। ডাকাত সদস্যরা এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের একপর্য়ায়ে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যেতে পারলেও ডাকাত সর্দার রুবেল আহত হন।

পরে রুবেলকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ডাকাতদের ছোড়া গুলিতে তিনিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।