আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নায়িকা মাহির স্বামীর গাড়ির শো-রুমে ভাঙচুরের অভিযোগ

নায়িকা মাহির স্বামীর গাড়ির শো-রুমে ভাঙচুরের অভিযোগ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৭, ২০২৩ , ৩:০০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   চিত্র নায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকারের গাড়ির একটি শো-রুমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তিনি (রকিব) গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা। শুক্রবার ভোরে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে রকিব সরকার জানান, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সনিরাজ কার প্যালেস নামে গাড়ির শো-রুমটি তার। ভোরে একদল দুর্বৃত্ত শো-রুমে হামলা চালায়। এসময় হামলাকারীরা শো-রুমের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন দরজা ও জানালার কাঁচ এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে। এছাড়া শো-রুমের সাইনবোর্ড খুলে ফেলে। খবর পেয়ে তার লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, ৯৯৯ এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যায়। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, পবিত্র ওমরা পালন করতে মাহিয়া মাহি ও রকিব বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।