আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নিউইয়র্ক ফ্যাশন সপ্তাহে হাঁটবেন সোহা

নিউইয়র্ক ফ্যাশন সপ্তাহে হাঁটবেন সোহা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২২ , ৩:১৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বরাবরের মতো সামনের মাসের দ্বিতীয় সপ্তাহে নিউইয়র্কে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে র‍্যাম্প শো ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’ এর নতুন আসর। আগামী ১০ সেপ্টেম্বর নিউইয়র্কের ম্যানহাটানে অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানে দেশের বাইরে প্রথমবারের মত র‍্যাম্পে হাঁটবেন মডেল জেরিন সাদিয়া সোহা। তিনি ছাড়াও সেখানে আলো ছড়াবেন দেশি-বিদেশি অনেক নামী মডেল ও তারকারা।

বেশ কয়েক বছর ধরেই দেশে মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন সোহা। কাজ করেছেন নামী দামী ব্র্যান্ডের সঙ্গে। এরপর পাড়ি জমান ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে। সেখানকার বিভিন্ন ফ্যাশন হাউজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং নামী ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন। পাশাপাশি পড়াশোনা করছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে।

প্রথমবারের মত দেশের বাইরে র‍্যাম্পে হাঁটা নিয়ে বেশ উচ্ছ্বসিত সোহা বলেন, ‘দেশে থাকাকালীন সময়ে অনেক ব্র্যান্ডের সাথেই কাজ করেছি। কিন্তু বাংলাদেশি হিসেবে এখানে এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছি, এটা ভাবতেই অনেক ভালো লাগছে। অনেক এক্সাইটেড। দেশের বাইরে এসে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারাটা অন্যরকম এক ভালো লাগার হয়ে থাকবে আমার কাছে।’

‘নিউইয়র্ক ফ্যাশন উইক’ এর আয়োজনটি করছে আমেরিকান এজেন্সি সাউন্ডপেস, যেটির কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী ওমর চৌধুরী। এখানে ফ্যাশন ডিজাইনার হিসেবে থাকছেন অস্কারজয়ী গোনজালেজ মন্টানেজ।