আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায়

নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৪, ২০২১ , ১:১০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে যাবেন হোটেলে। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও এদিন হোটেলে উঠবেন। তাদেরও তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রথমদিনেই হবে করোনা পরীক্ষা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটিতে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব আল হাসানেরও এদিন দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ দলের ক্রিকেটারদের দুদিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে সোমবার। মঙ্গলবার থেকে তারা হোটেলে কোয়ারেন্টিন শুরু করবেন। ৫০ জন থাকবেন হোটেল কোয়ারেন্টিনে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।