আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নিউ ইয়র্কে ছেলেকে নিয়ে একসঙ্গে বেড়াচ্ছেন শাকিব অপু

নিউ ইয়র্কে ছেলেকে নিয়ে একসঙ্গে বেড়াচ্ছেন শাকিব অপু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৩ , ৫:০১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্কের বরফ গলেছে আগেই। সোশ্যাল মিডিয়ায় তার ইঙ্গিত মিলেছে একাধিকবার। এবার নিউ ইয়র্কে দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে।  শাকিব অপু দুজনই সন্তানসহ বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন।  সেখানেই ধারণ করা একটি ভিডিও ক্লিপে একসঙ্গে, একই গাড়িতে পাশাপাশি আসনে দুজনকে দেখা গেছে। ছবিতে দেখা যায় ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন শাকিব খান। তার পাশের আসনে বসে আছেন অপু বিশ্বাসকে। আর পেছনের আসনে বসা তাদের সন্তান আব্রাহাম খান জয়।

২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। ১৩ জুলাই রাতে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অপু বিশ্বাস। জানা গেছে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন অপু।  নিউ ইয়র্কের বিভিন্ন সূত্র বলছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে জয়সহ সেখানে পৌঁছান অপু বিশ্বাস। এবং সেদিন রাতে এবং পরদিন শুক্রবার শাকিব খান ও অপু বিশ্বাস জয়কে নিয়ে ঘুরে বেড়িয়েছেন।

শাকিব খানের ২০ বছরের অভিনয় জীবনে এখন পর্যন্ত সর্বাধিক সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ আর অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এক ফেসবুক পোস্টের মাধ্যমে অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ চলচ্চিত্র দেখার আহ্বান জানান শাকিব। অন্যদিকে অপু বিশ্বাস ‘প্রিয়তমা’ সিনেমার টিজার শেয়ার করে ভালোবাসা প্রকাশ করেন।