নিউ জিল্যান্ডকে উড়িয়ে ফাইনালে পাকিস্তান
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২২ , ৫:৩২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউ জিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউ জিল্যান্ড আগে ব্যাট করে ৪ উইকেটে ১৫২ রান করে। জবাবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ভর করে ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে হেইডেনের শিষ্যরা। বাবর ৫৩ ও রিজওয়ান ৫৭ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হন। ৩০ রান করা মোহাম্মদ হারিসকে আউট করেন মিচেল স্যান্টনার। তার আগে নিউ জিল্যান্ডের ইনিংসে ড্যারিল মিচেল ৩৫ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত সর্বোচ্চ ৫৩ রান করেন। আর কেন উইলিয়ামসন করেন ৪৬ রান। বল হাতে পাকিস্তানের শাহীন আফ্রিদি ২টি উইকেট নেন।
১৭তম ওভারের শেষ বলে আউট হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ট্রেন্ট বোল্টের বলে সুইপার কাভার দিয়ে মারতে গিয়ে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েন তিনি। ৪৩ বলে ৫ চারে ৫৭ রান আসে তার ব্যাট থেকে। ১৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৩২। জিততে ১৮ বলে ২১ রান প্রয়োজন পাকিস্তানের।
রিজওয়ানের ব্যাটে জয়ের বন্দরের দিকে এগোচ্ছে পাকিস্তান:
ফিফটি করে ফিরলেন বাবর, শতরান পেরিয়ে পাকিস্তান:
নিউ জিল্যান্ডের ছুড়ে দেওয়া ১৫৩ রান তাড়া করতে নেমে দারুণ খেলছে পাকিস্তান। বাবর আজম তুলে নেন হাফ সেঞ্চুরি। বাবর ও রিজওয়ানের ব্যাটে ভর করে ১২.৩ ওভারেই ১০৫ রান তুলে ফেলে পাকিস্তান। এই রানে অবশ্য আউট হন অধিনায়ক বাবর। তিনি ৪২ বলে ৭টি চারে ৫৩ রান করেন। ট্রেন্ট বোল্টের বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর। অবশ্য প্রথম ওভারের চতুর্থ বলেই গোল্ডেন ডাক মেরে ফিরতে পারতেন বাবর। বোল্টের করা ওই বলে পেছনে ক্যাচ দিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক। কিন্তু সেটি মিস করেন ডেভন কনওয়ে। এরপর ৪২ বলে ৫৩ রান করে পাকিস্তানকে সুবিধাজনক অবস্থানে রেখে সাজঘরে ফিরলেন তিনি।