আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে আশপাশের সব মার্কেট বন্ধ

নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে আশপাশের সব মার্কেট বন্ধ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২৩ , ৩:৩০ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে আশপাশের প্রায় সব মার্কেটে। ভয়াবহ আগুন লাগার কারণে আশপাশের মার্কেটগুলো বন্ধ রয়েছে। ঈদের আগে এসব মার্কেটে জমজমাট বিক্রি হওয়ার কথা ছিলো।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টা পর্যন্ত নিউ সুপার মার্কেটের কাছাকাছি চন্দ্রিমা সুপার মার্কেট, গ্লোব শপিংমল, বদরুদ্দোজা সুপার মার্কেট, গাউছিয়া সুপার মার্কেট, নূর ম্যানশন সুপার মার্কেট, হকার্স মার্কেট, চাঁদনী চক সুপার মার্কেট, ইয়াকুব সুপার মার্কেট, নুরজাহান সুপার মার্কেট, গোল্ডেন সুপার মার্কেট বন্ধ রয়েছে। এছাড়া সাইন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব দোকান অফিস বন্ধ। সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

ব্যবসায়ীরা জানান, নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপণ এখনো হয়নি। মূলত এ কারণেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে মার্কেটগুলো বন্ধ রাখা হয়েছে। সেক্ষেত্রে শনিবার বিকেলের পর এগুলো খুলে দেওয়া হতে পারে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

শনিবার (১৫ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলন করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে।