আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড নিজ কোচের বিপক্ষে মাঠে নামছেন হ্যাজার্ড

নিজ কোচের বিপক্ষে মাঠে নামছেন হ্যাজার্ড


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Hazard-অনলাইন স্পোর্টস ডেস্ক: চলতি ইউরো চ্যাম্পিয়নসশিপ আসরে ফেভারিটের তালিকায় ওপরের দিকেই রয়েছে বেলজিয়ামের নাম। তবে গ্রুপ ‘ই’তে তারকা সমৃদ্ধ এ দলটিকে প্রথম ম্যাচেই লড়তে হবে আরেক ফেভারিট ইতালির বিপক্ষে।

সোমবার (১৩ জুন) মধ্যরাতে লিঁওতে মুখোমুখি হবে দু’দল।

বেলজিয়ামের হয়ে এ ম্যাচে খেলছেন মিডফিল্ডার এডেন হ্যাজার্ড। আর ইংলিশ ক্লাব চেলসির এ তারকা রাতে মাঠে নামবেন তার ভবিষ্যত কোচ অ্যান্তোনিও কোন্তের বিপক্ষে। কোন্তে বর্তমানে ইতালির কোচ থাকলেও ইউরো শেষেই তিনি চেলসিতে যোগ দিচ্ছেন।

হবু কোচের বিপক্ষে খেলা প্রসঙ্গে হ্যাজার্ড বলেন, ‘আমার ভবিষ্যত কোচের বিপক্ষে খেলবো ভেবে দারুণ লাগছে। আশা করি এ ম্যাচে আমি কোচের সামনে নিজের সেরাটা খেলতে পারবো। আর আগামী মৌসুমে তিনি আমার ওপর আস্থা রাখতে পারবেন।’

তরুণ এ তারকা আরও বলেন, ‘এ ম্যাচে আমি ছাড়াও গোলরক্ষক থাইবাউট কোরতোইস (চেলসি ও বেলজিয়াম) খেলছে। আমি বিশ্বাস করি কোচ কোন্তে আমাদের ওপর নজর রাখবেন। তবে আমরা আমাদের জয়ের দিকেই বিশেষ নজর দিচ্ছি।’