আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নিজ ঘরই রাশমিকার ভরসা

নিজ ঘরই রাশমিকার ভরসা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২২, ২০২৩ , ৫:১৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘ক্রিক পার্টি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। অভিষেক চলচ্চিত্র তাকে লাইমলাইটে নিয়ে আসে। ২০১৮ সালে ‘চালু’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন রাশমিকা। ৩ কোটি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২৪ কোটি রুপি। তারপর টানা তেলেগু ভাষার ‘গীতা গোবিন্দ’, ‘দেবদাস’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। তার পরের গল্প কারো অজানা নয়।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, রাশমিকা তার নিজ ঘর ছেড়ে বলিউডে নিজের জায়গা গড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অবশেষে নিজ ঘরের দিকেই ফের মন দিলেন এই নায়কিা।

অন্যদিকে, বহুল আলোচিত ‘পুষ্পা টু’ সিনেমার কাজ রাশমিকার হাতে রয়েছে। এতে তার বিপরীতে রয়েছেন আল্লু অর্জুন। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। চলতি বছরে মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।