আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব নিজ হাতে মাস্ক তৈরি করলেন রাষ্ট্রপতির স্ত্রী

নিজ হাতে মাস্ক তৈরি করলেন রাষ্ট্রপতির স্ত্রী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২০ , ১০:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনা ভাইরাসের কবলে পড়ে যখন কঠিন সংকটের মধ্যে গোটা বিশ্বের প্রায় সব দেশ, তখন সাধারণ মানুষের সেবায় বিলাসবহুল রাজপ্রাসাদ ছেড়ে হাসপাতালে কাজ করতে নেমে এসেছেন সুইডিশ রাজকন্যা সোফিয়া, চিকিৎসকের খাতায় নাম লিখিয়েছেন আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার। এবার তেমনই এক খবর এলো প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে। ভারতে এবার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্ত্রী সবিতা কোবিন্দ। ভারতের ফার্স্ট লেডি সাবিতা অতি সম্প্রতি রাষ্ট্রপতি ভবন শক্তি হাটে বসে নিজের হাতে বানান ঘরোয়া মাস্ক। তার সেই হাতে বানানো মাস্কগুলো বিতরণ করা হয় রাজধানী দিল্লির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। সবিতা নিজেও পরেছিলেন লাল রঙের কাপড়ের তৈরি মাস্ক। খবর এনডিটিভির।  কিন্তু কেন তার এই মাস্ক বানানোর সিদ্ধান্ত? সবিতা জানান, মাস্ক বানিয়ে সবাইকে বিতরণের মাধ্যমে তিনি সবাইকে এই বার্তা দিতে চান যে, এভাবেই যেন ভারতবাসীরা সবাই নিজের মুখ ঢেকে করোনা রোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালান। সেই সাথে নিজেকে সুরক্ষিত রাখার বার্তাও পাঠাতে চান তিনি। উল্লেখ্য, ভারতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে রোগমুক্তির সংখ্যাও। এমন সময়ে কীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্রমণ এড়ানো যেতে পারে তার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।