আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নিপা আক্তার মীমের নতুন গান ‘ভালোবাসা খুঁজবো আমি’

নিপা আক্তার মীমের নতুন গান ‘ভালোবাসা খুঁজবো আমি’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২১ , ১১:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  সময়ের সুকন্ঠী গায়িকা নিপা আক্তার মীমের নতুন গান ‘ভালোবাসা খুঁজবো আমি’ প্রকাশ পেয়েছে। জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচের লেখা ও সুরে এই গান প্রকাশ পেয়েছে ‘আইচ সং’ এর ইউটিউব চ্যানেলে। গানটির সংগীত পরিচালনা করেছেন এ আর সারোয়ার। ‘ভালোবাসা খুঁজবো আমি’ গান প্রসঙ্গে নিপা আক্তার মীম বলেন, দেশবরেণ্য গীতিকার অনুরূপ আইচে গান গাইতে পাড়াটাই আমাদের মতো শিল্পীদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। তাই উনার কাছ থেকে ‘ভালোবাসা খুঁজবো আমি’ গান গাওয়ার প্রস্তাব পেয়ে আমি স্টুডিওতে চলে যাই গানটি গাইতে। এই গানটির কথা ও সুর অসম্ভব ভালো লাগে আমার। গানটি গেয়েও শান্তি পেয়েছি।

আমার বিশ্বাস, ভালো গান যারা খুঁজেন তাদের কাছে এই গান ভালো লাগবে। ‘আইচ সং’ এর সাথে থাকুন সবাই। সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেল। ‘ভালোবাসা খুঁজবো আমি’ গানের লিংক – https://www.youtube.com/watch?v=xSwm595b0OE