আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব নিবন্ধন ছাড়া রাস্তায় নামলেই জরিমানা

নিবন্ধন ছাড়া রাস্তায় নামলেই জরিমানা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২০ , ৮:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনা সংক্রমণ ঠেকাতে ভিন্ন উদ্যোগ নিয়েছে কাতার। এহতেরাজ নামে মোবাইল অ্যাপ চালু করা হয়েছে দেশটিতে। অ্যাপে রেজিস্ট্রেশন না করে রাস্তায় বের হলে সর্বোচ্চ দুই লাখ রিয়াল জরিমানা ও তিন বছরের জেল হতে পারে। নিজেদের সুরক্ষায় কাতার সরকারের নিয়ম অনুযায়ী, প্রবাসীদের অ্যাপটি ডাউনলোডের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। কাতারে করোনার বিস্তার ঠেকাতে এবার চালু করা হলো মোবাইল অ্যাপ। আশপাশে করোনা রোগী থাকলে সংকেত দেবে এই অ্যাপ। শুক্রবার থেকে বাইরে বের হলে বাধ্যতামূলক চালু করতে হবে এটি। নিজেদের নিরাপত্তার জন্য প্রবাসীদের কাতার সরকারের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। কাতার সরকারের নির্দেশনা মেনে শুক্রবারের মধ্যেই সব প্রবাসীকে মোবাইলে ওই অ্যাপ ডাউনলোডের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। কাতারে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। ৫ বাংলাদেশিসহ এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন অন্তত ১৬ জন। সুস্থ হয়েছেন বাড়ি ফিরেছেন ৭ হাজারের বেশি।