আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নির্বাচন থেকে সরে গেলেন বিএনপি প্রার্থী

নির্বাচন থেকে সরে গেলেন বিএনপি প্রার্থী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৮:৫১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


upকাগজ অনলাইন প্রতিবেদক: নির্বাচনের দুদিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজবাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম জহির কর্মী-সমর্থকদের নিরাপত্তাহীনতা ও হামলা-মামলার আতঙ্কে এ ঘোষণা দেন।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেনের কর্মীরা বলে আসছে নৌকা মার্কায় একটি ভোট পেলেও চেয়ারম্যান হয়ে যাবে। আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিভিন্নভাবে তার কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণায় বাধা প্রদান করছে। পাশাপাশি ভোটের দিন কেন্দ্রে না যাওয়ার হুমকিও দিচ্ছে।

এ পরিস্থিতিতে তিনি তার কর্মী-সমর্থকদের জানমালের নিরাপত্তা ও হামলা-মামলা থেকে বাঁচাতে এবং নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন।