আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ইউপি নির্বাচন: লাকসামে দাদার সঙ্গে নাতির লড়াই

ইউপি নির্বাচন: লাকসামে দাদার সঙ্গে নাতির লড়াই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২১ , ১২:১৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : দ্বিতীয় দফায় কুমিল্লার লাকসাম উপজেলার ইউনিয়ন পরিষদে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে এক ওয়ার্ডে দাদা ও নাতি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার পর্যন্ত ৬১ জন প্রার্থী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলার ৫ ইউনিয়নে একজন করে চেয়ারম্যান ও প্রতি ইউনিয়নে সাধারণ ওয়ার্ড পদে সংরক্ষিত নারী সদস্যসহ ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে উত্তরদা ইউনিয়নে ১নং ওয়ার্ডে ২ জন সাধারণ ওয়ার্ড সদস্য পদে মনোনয়ন জমা দেন। ওই ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কাশেম ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জুনায়েদ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী আবুল কাশেম ও জুনায়েদ সম্পর্কে দাদা নাতি বলে জানা যায়। অপরদিকে চেয়ারম্যান ও অনেক মেম্বার প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লাকসাম পূর্ব ইউনিয়নে আলী আহমদ, আজগরা ইউনিয়নে নজরুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়নে নিজাম উদ্দিন শামীম, কান্দিরপাড় ইউনিয়নে ওমর ফারুক ও উত্তরদা ইউনিয়নে ইমাম হোসেন। এদিকে একাধিক প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ ওয়ার্ড ৪৪ ও ১৫ জন সংরক্ষিত নারী সদস্য ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল করিম ও রিটার্নিং অফিসার কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলামের কাছে প্রার্থীরা এ মনোনয়নপত্র দাখিল করেন। তারা জানান, শেষ দিন রোববার পর্যন্ত চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৬৬ জন মনোনয়ন দাখিল করেছেন।