আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন নীলাঞ্জনা নীলা

নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন নীলাঞ্জনা নীলা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২৪ , ৪:০২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   গুঞ্জন উড়ছে, পরিচালক বদরুল আনাম সৌদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন লাক্স তারকা অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। জোর গুঞ্জনের মাঝে বিষয়টিকে ‘ফালতু’ বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন নীলাঞ্জনা নীলা। পরিচালক বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এর সাত বছর পর একই নির্মাতার ‘শ্যামাকাব্য’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। কিন্তু এরই মাঝে খবর চাউর হয়, পরিচালক সৌদের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নীলাঞ্জনা নীলা।

প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে নীলাঞ্জনা নীলা বলেন, ‘আমি তো এটা কখনোই শুনিনি। এটা কোথা থেকে এলো! এটা পুরোই ফালতু একটি কথা। এটাকে পুরোই হাস্যকর লাগল আমার কাছে। আমি জানি না এটা কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, কীভাবে ছড়াচ্ছে। এটা জাস্ট একটা ফালতু কথা। কেন এ ধরনের কথা উঠল আমি নিজেও জানি না। এটা কীভাবে সম্ভব!’