আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নিয়মরক্ষার ম্যাচে রাতে মাঠে নামছে ভারত-নামিবিয়া

নিয়মরক্ষার ম্যাচে রাতে মাঠে নামছে ভারত-নামিবিয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২১ , ৫:৪১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  ক্রিকেটের পরক্রমশালী দল ভারত এ বিশ্বকাপে তেমন একটা সুবিধা করতে পারেনি। প্রথম দুই ম্যাচে তারা পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায়।এ হারের কড়া মূল্য দিতে হয়েছে তাদের। এর মধ্য দিয়ে টি-টোয়েন্ট বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। সুপার টুয়েলভে গ্রুপ-২ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এ কারণে তালিকায় তৃতীয় স্থানে থাকা ও পঞ্চম স্থানে থাকা নামিবিয়ার জন্য আজকের ম্যাচটি কেবলই নিয়মরক্ষার।

বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। একইসঙ্গে সুপার টুয়েলভের শেষ ম্যাচও এটি। পয়েন্ট তালিকায় চার ম্যাচে দুই জয় নিয়ে ভারতের পয়েন্ট ৪; অপরদিকে চার ম্যাচে এক জয় নিয়ে নামিবিয়ার পয়েন্ট ২। তালিকায় সবার নিচে রয়েছে স্কটল্যান্ড। সুপার টুয়েলভে তারা কোনো জয় পায়নি।

সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সামনে পড়ছে অস্ট্রেলিয়া। এবার পাকিস্তান দুর্দান্ত ফর্মে রয়েছে। এখন দেখার বিষয়, ১৪ নভেম্বর ফাইনালে কারা মুখামুখি হন, কে জেতেন।