আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নিয়মিত নাটকে অভিনয় করছেন শেলী

নিয়মিত নাটকে অভিনয় করছেন শেলী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৭, ২০২০ , ২:৩১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : মডেল-অভিনেত্রী শিমু খানম শেলী। শোবিজে বর্তমানে বেশ ভালো ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রথম নাটক ‘গল্পটা রোমিও জুলিয়েট নয়’ দিয়ে ক্যারিয়ারের শুরু হয়। তারপর থেকেই মনোযোগী হন টিভি নাটকে। ভিন্নধর্মী অভিনয় দিয়ে দর্শকনন্দিত হয়েছেন। এরপর একের পর এক অনেকগুলো নাটকে কাজ করেছেন। নিয়মিত নাটকে অভিনয় করছেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী। মিউজিক ভিডিও’ও করেছেন কয়েকটি। যা ভালো সাড়াও ফেলেছে। তবে; লকডাউনের কারণে আপাতত কোন কাজ হচ্ছে না। দেশের পরিস্থিতি ঠিক হলেই আবারো কাজে মনযোগী হবেন। এমনটাই জানালেন শেলী। বললেন, আমি সব সময় চেষ্টা করি ভালো কাজ করতে। সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন। আমি যেন দর্শকের অন্তরে স্থান করে নিতে পারি।