আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নেইমারের চোট সারাতে নাসার প্রযুক্তি!

নেইমারের চোট সারাতে নাসার প্রযুক্তি!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৮, ২০২২ , ৩:৩৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতলেও বড় ধাক্কা খেয়েছে নেইমার গোড়ালিতে চোট পাওয়ায়। সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলা হচ্ছে না তার। ক্যামেরুনের বিপক্ষেও তাকে পাওয়া যাবে না বলে জানিয়েছে ব্রাজিলের মেডিক্যাল টিম। অবশ্য তাকে দ্রুত ফেরাতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। নেইমারও ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। কোচ তিতে বলেছেন, দ্রুতই নেইমারকে দলে পাওয়া যাবে। এবার জানা গেলো, কী কারণে তিনি এত আত্মবিশ্বাসী। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের চোট সারাতে ব্যবহার করা হচ্ছে নাসার প্রযুক্তি।

সোমবার গ্রুপ ম্যাচে সার্বিয়া ক্যামেরুনের বিপক্ষে হার এড়ালে রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে জিতলে শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের। এই লড়াইয়ে নেইমারকে ছাড়া নামতে হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নদের।