আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নেছরাবাদে কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিলেন এএসআই হুমায়ুন

নেছরাবাদে কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিলেন এএসআই হুমায়ুন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২০ , ৭:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর নেছারাবাদ (স্বরূপকাঠি) থানা পুলিশের এএসআই মো. হুমায়ুন কবির জেলা জুড়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।  উপজেলার থানা সংলগ্ন ব্রিজের কাছে কিছু টাকা পড়ে থাকতে দেখেন। পরে এএসআই হুমায়ুন কবির প্রথমে আশপাশের লোকজনকে তাদের কোন জিনিসপত্র হারিয়েছে কি-না তা জানতে চান। এতে তার কথায় কেউ সাড়া দেয়নি। সময় অতিবাহিত হলেও কুড়িয়ে পাওয়া টাকার মালিকের সাড়া পাওয়া যায়নি। এর ঘন্টা খানে সময় পরে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের পূর্ব জলাবাড়ী গ্রামের মো. সুজন সিকদার নামের জনৈক ব্যাক্তি তার ২,৫০,০০০/- আড়াই লাখ টাকা হাড়িয়ে পাগলের মতো ছুটতে থাকেন। তার চলা পথে পথে সেই টাকা খুঁজতে থাকেন। ঘন্টা খানের পরে জনৈক সুজন সিকদার ব্রিজের কাছে এলে স্থানীয় লোকমুখে জানতে পারেন এ জায়গায় কিছু টাকা পাওয়া গেছে। পরে হারিয়ে যাওয়া টাকার সঠিক পরিমান/প্রমাণ দিতে পারায় সেই ২,৫০,০০০/-টাকা টাকা উক্ত সুজন সিকদারকে বুঝিয়ে দেয়া হয়। হারানো টাকা ফিরে পেয়ে মলিন মুখে হাসি ফুটে উঠে সুজন সিকদারের।
স্থানীয়রা জানান, সততার স্বাক্ষর রাখলেন নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার এএসআই হুমায়ুন কবির। তিনি থানা পুলিশ কর্মকর্তাদের মান-সম্মান উজ্জ্বল করলেন। তার এ নিষ্ঠা-সততা পুলিশ বাহিনীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।