নেটওয়ার্ক পেতে গাছের ওপর আন্তর্জাতিক আম্পায়ার!
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১২, ২০২০ , ৯:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এ পরিস্থিতিতে দেশটির সবাই কঠিন সময় পার করছেন। তবে আন্তর্জাতিক আম্পায়ার অনিল চৌধুরীর দশা একটু বেশিই করুণ। কারণ মোবাইলে কথা বলার জন্য তাকে গাছের ওপর উঠতে হচ্ছে! ঘটনাটা আসলে কী? সবকিছু ঠিক থাকলে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে আম্পায়ার হতে পারতেন অনিল। তবে সেই সিরিজ ভেস্তে যাওয়ায় ১৬ মার্চ উত্তরপ্রদেশের শামলি জেলায় নিজ পৈতৃক বাড়ি ডানগ্রোল গ্রামে আসেন তিনি। ইচ্ছা ছিল, সেখানে এক সপ্তাহ ছুটি কাটানোর। কিন্তু বিধিবাম! এরপরই লকডাউন হয়ে যায় গোটা ভারত। যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় দিল্লিতে নিজ বাড়িতে ফিরতে পারেননি তিনি। তাই নিজ গ্রামেই থাকতে হচ্ছে। এতেই বেধেছে যত বিপত্তি। অনিলের ভাষ্যমতে, এখানে মোবাইল নেটওয়ার্কের হাল খুব খারাপ। নেটওয়ার্ক পেতে গ্রামের বাইরে গিয়ে গাছের ওপর উঠতে হচ্ছে। পাশাপাশি ছাদে উঠতে হচ্ছে। কারও সঙ্গে ফোনে কথাও বলতে পারছেন না।