আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নেত্রকোনায় নির্বাচনী প্রস্তুতি শেষ, চলছে কেন্দ্রে উপকরণ পাঠানোর কাজ

নেত্রকোনায় নির্বাচনী প্রস্তুতি শেষ, চলছে কেন্দ্রে উপকরণ পাঠানোর কাজ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ৪:০৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Netrakonaনেত্রকোনা: শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সদর উপজেলার ১২টি ইউনিয়নে আগামী শনিবার সকাল ৮টা থেকে চলবে ভোট গ্রহণ।

এবার জেলার সদর উপজেলার মোট ১১৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ সকল কেন্দ্রে আজ শুক্রবার দিনব্যাপী নির্বাচনী উপকরণ সামগ্রী পাঠানো শুরু হয়েছে।

উপজেলায় ১২টি ইউনিয়নে মোট ৪৯ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ১২৫ জন সংরক্ষিত এবং ৪০১ জন সাধারণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১১৯টি কেন্দ্রের ৫০৪টি ভোটকক্ষ প্রস্তুত রেখেছে নির্বাচন কমিশন। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯২ হাজার ১৪১ জন।

এর মধ্যে পুরুষ ৯৬ হাজার ৪৭৯ জন ও নারী ৯৫ হাজার ৬৬৮ জন। ১১৯টি কেন্দ্রের মধ্যে ৮০টিই ঝুকিপূর্ণ থাকায় কমিশন নিয়েছে বাড়তি দায়িত্ব।