আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২২ , ১:৫১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : টি-টোয়েন্টিতে গত কয়েকমাস ধরে সময়টা মোটেও ভাল যাচ্ছে না বাংলাদেশের। যে কারণে সমালোচনায় মুখে পড়েছিলেন সাকিব আল হাসানরা। এর জবাবটা অবশ্য সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই দিলেন তারা। এদিন ব্যাট হাতে নিজেদের ঠিক মেলে ধরতে না পারলেও বল হাতে জ্বলে উঠেন টাইগাররা। বিশেষ করে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। শেষ পর্যন্ত তাদের নৈপুণ্যে নেদারল্যান্ডসকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াইয়ে শুভসূচনা করল টিম বাংলাদেশ। হোবার্টে গতকাল নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তোলে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান। পরে বল হাতে নেদারল্যান্ডসকে ১৩৫ রানে গুটিয়ে দেয় তাসকিন-হাসান মাহমুদরা।