আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৩ , ১২:৪১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : গত সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত নারী সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল। সেই ফাইনালের পর বাংলাদেশ নারী দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। আগামী ১৩ ও ১৬ জুলাই নেপাল বাংলাদেশে এসে সাবিনাদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। সহজ করে বলা যায়, সাফের ফাইনালের পর আবার এই দুই দলের দেখা হতে যাচ্ছে ঢাকার মাঠে। আজ দুপুরে ঢাকায় আসছে নেপাল।
সাফ জয়ী সেই বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের মধ্যে পার্থক্য দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। পার্থক্য বলতে বেশির ভাগ ফুটবলারই বর্তমান দলে রয়েছেন। তবে তিন জন নেই। সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুন ফুটবল ছেড়ে চলে গেছেন। আর জুনিয়র শামসুন নাহারের ডেঙ্গু জ্বর হয়েছিল বলে তিনি খেলতে পারবেন না। সাবিনার কথা, ‘আমরা নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই নেপাল না হলে ভালো হতো। যেহেতু কোনো দেশকে এখন পাওয়া যাচ্ছে না, তাই কিছু করার নেই।’ স্বপ্না, আঁখির চলে যাওয়া, কোচ ছোটনের পদত্যাগ-এই সবকিছু দলের মধ্যে একটা প্রভাব পড়েছে। সাবিনা বলেন, ‘সবকিছু মিলিয়ে ওভারঅল আমাদের যে সিনারিওটা চলল তিন-চার মাস ধরে, সেটার প্রভাব তো প্লেয়ারদের ওপর পড়বেই। প্লেয়াররা দেখছে, ফেইস করেছে, প্লেয়াররা কিছু ডিমান্ড করেছে, সেটা ফুলফিল হয়নি। একটা ফ্রাস্ট্রেশন থাকে। মেয়েরা চেষ্টা করছে এখন হান্ড্রেড পারসেন্ট দেওয়ার। বাকিটা আল্লাহর ওপর।’ নেপালের বিপক্ষে টার্গেট নিয়ে সাবিনা বলেন, ‘আমার টার্গেট নোপলে যেটা অর্জন করে এসেছি, সেটা ধরে রাখা। অবশ্যই দুই ম্যাচ জেতা।’
সাফ জয়ের পর বাংলাদেশের মেয়েদের ফুটবলে নতুন বাঁক এসেছে। এটাকে ধরে রাখতে মাঠে খেলা দরকার। ড্রিম পূরণ করতে হলে মাঠে খেলা দরকার। এশিয়া লেভেলে যেতে হলে মাঠে খেলা দরকার। খেলা ছাড়া, ম্যাচ এক্সপেরিয়েন্স ছাড়া অসম্ভব।’ আফসোস করলেন সাবিনা। ছেলেদের জন্য বেশি ম্যাচের আয়োজন করা হয়, কিন্তু মেয়েদের জন্য ততটা হয় না। মনে কষ্ট লুকিয়ে রাখতে পারলেন না সাবিনা। বললেন, ‘ওদের (পুরুষ ফুটবলার) থেকেও আমাদের বেশি দরকার।’ তার মানে কী, ছেলেদের চেয়ে মেয়েদের ম্যাচ আরো বেশি দরকার? সাবিনার সাফ জবাব, ‘অবশ্যই।’ কী কারণে দরকার? ‘দরকার যদি বলেন, তাহলে বলব, যে রেজাল্ট আমরা এনেছি, আমরা ডিজার্ভ করি। একই সঙ্গে আমরা এখন যে জায়গাটায় আছি, সেখান থেকে বেটার জায়গায় যেতে হলে বেশি বেশি ম্যাচ খেলতে হবে। মেয়েরা বুঝবে সিনিয়র লেভেলের ফুটবলটা কি-বললেন সাবিনা। বেশি বেশি ম্যাচ দরকার, এ ব্যাপারে কি ফেডারেশনের সঙ্গে কথা হয়ছে কখনো? সাবিনা বললেন, ‘সব সময় আমরা বলে আসছি। কিন্তু ওনারা বলছেন যে চেষ্টা করছেন।’