নেপালে বিমান বিধ্বস্ত: ৪০ জনের লাশ উদ্ধার
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৫, ২০২৩ , ২:০৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : ৭২ জন আরোহী নিয়ে নেপালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আজ রোববার সকালে রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাওয়ার পথে ইয়েতি এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানটিতে ৬৮ যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। এই দুর্ঘটনায় কেউ বেঁচে আছে কিনা সেটা জানা যায়নি। এ খবর দিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বর্তাউলা এনডিটিভিকে জানিয়েছেন, আজ সকালে বিমানটি ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে কাঠমাণ্ডু থেকে পোখারা যাচ্ছিল। এ সময় পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় কেউ বেঁচে আছে কিনা তা বলতে পারেননি তিনি। স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আপাতত পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।