আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নেপাল খেলতে যাবেন জামাল ভূঁইয়া

নেপাল খেলতে যাবেন জামাল ভূঁইয়া


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২১ , ১১:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : নেপালের বিপক্ষে ম্যাচে জাতীয় দলে খেলা অনেকটাই অনিশ্চিত ছিল অধিনায়ক জামাল ভূঁইয়ার। সন্দিহান ছিলেন খোদ ব্রিটিশ কোচ জেমি ডে’ও। সেই শঙ্কা দূর করে দিয়েছে আই লীগে খেলা জামালের ক্লাব কলকাতা মোহামেডান। বাংলাদেশ জাতীয় দলের জন্য জামালকে ছাড়তে রাজি তারা। কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক দানিশ ইকবাল বলেন, ‘১৫ মার্চ ম্যাচের পরেই আমরা জামাল ভূঁইয়াকে জাতীয় দলের জন্য ছেড়ে দিচ্ছি। কারণ, আমরা জানি জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করা একজন ফুটবলারের সবচেয়ে বড় বিষয়। আমাদের ক্লাব কলকাতা মোহামেডান এই ব্যাপারে খুবই আন্তরিক।’ দানিশ ইকবাল বলেন, ‘২৩শে মার্চ টুর্নামেন্ট শুরু হবে। ফিফা নিয়মানুযায়ী ম্যাচের ৭২ ঘণ্টা আগে খেলোয়াড় ছাড়তে হয়।
২১শে মার্চ কলকাতা মোহামেডানের ম্যাচে জামাল খেললে ২৩শে মার্চ বাংলাদেশের হয়ে খেলা অসম্ভব হবে। এজন্য আমরা আগেই তাকে ছেড়ে দিচ্ছি।’ এই মাসের ফিফা উইন্ডোর সময়সূচি আগামী ২২ থেকে ৩১ মার্চ। নেপালে টুর্নামেন্ট হবে ২৩ থেকে ২৯ মার্চ।