আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নোয়াখালীতে ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন মেলা

নোয়াখালীতে ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন মেলা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২১ , ১:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য ৩ দিন ব্যাপী রেজিস্ট্রেশন মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আলমগীর হোসেন, সিভিল সার্জন ইফতেখার মাছুম। জেলা প্রশাসক বলেন, করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে দেশে প্রথমবারের মতো মেলার আয়োজন করা হয়েছে। চল্লিশোর্ধ প্রত্যেক নাগরিক তাদের এনআইডি কার্ড নিয়ে এ ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। নোয়াখালীতে মোট ৫২ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন দেওয়া হবে।