আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নোয়াখালীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি

নোয়াখালীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২০ , ১:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


নোয়াখালী ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি : নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ উঠেছে। শনিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে নবজাতক চুরির এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে এ হাসপাতালে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের সাইফুল ইসলামের স্ত্রী লুৎফুন নাহার (২০) একটি পুত্রসন্তান জন্ম দেন। নবজাতক শিশুর বাবা এ ঘটনায় সুধারাম থানায় অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত চুরি হওয়া শিশুটির কোনো খোঁজ মেলেনি। নবজাতক শিশুর বাবা সাইফুল ইসলাম জানান, গত বুধবার স্ত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করান। শুক্রবার সকাল ৭টার দিকে তার স্ত্রী একটি পুত্রসন্তানের জন্ম দেন। পরে জন্ম নেয়া শিশুকে আমরা চাইলে নার্স ও আয়া ছল শুরু করেন। ঘণ্টাখানেক পর আমাদের বলা হয় মৃত সন্তান হয়েছে। তার পর মৃত শিশু দেখতে চাইলে তারা মৃত শিশুর দেহও দেখাতে পারেননি। সর্বশেষ আমাদের নবজাতক শিশুকে ফিরে পেতে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহুবার গিয়েও কোনো ফল পাইনি। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সুধারাম মডেল থানার ওসি মো. নবীর হোসেন বলেন, চুরি হওয়া নবজাতকের বাবা মৌখিকভাবে থানায় অভিযোগ করেছেন। রোববার পুলিশ তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।