আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// নৌকার পক্ষে মাঠে নামার ঘোষণা দিলেন শামীম ওসমান

নৌকার পক্ষে মাঠে নামার ঘোষণা দিলেন শামীম ওসমান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১০, ২০২২ , ৩:৪৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  নারায়াণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আজ সোমবার নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু সড়কের নতুন সমবায় ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শামীম ওসমান বলেন, ‘আজ থেকে নির্বাচনী প্রচারণায় নামলাম। নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, এখানে অন্য কোনো খেলার চেষ্টা করবেন না।’ সে সময় কোনো পদ পাওয়ার জন্য তিনি রাজনীতি করেন না বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিয়ে কথা বলতে আজ সোমবার দুপুর সোয়া ২টায় সাংবাদিকদের মুখোমুখি হন শামীম ওসমান।