আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নয়ার-ব্রুইনাকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা লেভান্ডভস্কি

নয়ার-ব্রুইনাকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা লেভান্ডভস্কি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২০ , ১২:২৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ম্যানুয়েল নয়ার ও কেভিন ডে ব্রুইনাকে পেছনে ফেলে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের রবের্ত লেভান্ডভস্কি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
বায়ার্ন মিউনিখ তারকা ৪৭৭ ভোট পেয়ে সেরা হয়েছেন। ম্যানচেস্টার সিটির ডি ব্রুইনা পেয়েছেন ৯০ ভোট। নয়ারের ভোট ৬৬।
জার্মান ক্লাবটির ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লেভান্ডভস্কি। আসরে সর্বোচ্চ ১৫টি গোল করেন এই পোলিশ স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলে গত মৌসুমে ৪৭ ম্যাচে করেন ৫৫ গোল।