আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব পঞ্জশিরে প্রায় ৬০০ তালেবান নিহতের দাবি এনআরএফের

পঞ্জশিরে প্রায় ৬০০ তালেবান নিহতের দাবি এনআরএফের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২১ , ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পঞ্জশির উপত্যকায় তালেবানের প্রায় ৬০০ সদস্য নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই। রুশ গণমাধ্যম স্পুতনিকের বরাতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এনআরএফের মুখপাত্র ফাহিম দাস্তি গতকাল এক টুইটে বলেন, পঞ্জশির বিভিন্ন জেলায় প্রায় ৬০০ তালেবান নিহত হয়েছে। এক হাজারের বেশি তালেবান আটক হয়েছে বা আত্মসমর্পণ করেছে।

এনআরএফের মুখপাত্র আরও জানান, আফগানিস্তানের অন্যান্য প্রদেশ থেকে রসদ পাওয়ার ক্ষেত্রে তালেবান সমস্যায় আছে। এদিকে তালেবানের একটি সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানায়, পঞ্জশির দখল নিতে লড়াই অব্যাহত আছে। কিন্তু এনআরএফের বিরুদ্ধে তালেবানের আক্রমণের গতি কমে গেছে। কারণ, এলাকাটির সড়কে ভূমি মাইন রয়েছে।