পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২০ , ৬:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
পটুয়াখালীর (বাউফল) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে করোনায় আক্রান্ত হয়ে জয়নাল (৬৩) নামের এক ব্যাংক কর্মকর্তা ও জালাল উদ্দীন (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) রাতে জয়নাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও জালাল উদ্দীন নিজ বাড়িত মারা যান।পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত দুই ব্যক্তির দাফন কোভিড-১৯ প্রোটকলে দাফন দেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া তাদের বাড়ি দুটি লকডাউন করা হয়েছে এবং তাদর সংস্পর্শে আশা সবার নমুনা সংগ্রহ করা হচ্ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সবার বাড়ি বাউফল উপজেলায়। তারা সবাই বাড়িতে সঙ্গরোধে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৪১। জেলায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন ১৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫২ জন।