আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ পদ্মায় জেলের জালে ২২ কেজির পাঙ্গাস, ৩১ হাজারে বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির পাঙ্গাস, ৩১ হাজারে বিক্রি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২১ , ২:১৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে পরান হালদারের জালে বিশাল আকৃতির পাঙ্গাস একটি মাছটি ধরা পড়ে। ৩০ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) ভোর রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট বাইপাস সংলগ্ন দুলাল মণ্ডলের আড়ৎ থেকে নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৪শ টাকা কেজি দরে মাছটি কিনে নেয়। এ সময় বিশাল আকৃতির পাঙ্গাস মাছটি দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের পল্টুনের সাথে বেঁধে রাখলে উৎসুক জনতা সেটা দেখতে ভিড় জমায়।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, ‘সকালে দুলাল মণ্ডলের আড়ৎ থেকে ২২ কেজি ওজনের পাঙ্গাস মাছটি প্রতি কেজি ১৪শ টাকা দরে মোট ৩০ হাজার ৮শ টাকা দিয়ে কিনে নিয়েছি। মাছটি বেশী দামে বিক্রির আশায় ক্রেতাদের আকৃষ্ট করতে মোবাইলে ছবি তুলে দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের সাথে যোগাযোগ করি। পরে মাছটি ১৫০০ টাকা কেজি দরে ৩৩ হাজার টাকায় বিক্রি করেছি।