পদ্মা সেতু উদ্বোধন: নিউ ইয়র্কে বিজয় উৎসবের প্রস্তুতি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২২ , ৩:০৬ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা
দিনের শেষে ডেস্ক : পদ্মা সেতুর উদ্বোধনের সময় নিউ ইয়র্কে ‘বিজয় উৎসব’করার প্রস্তুতি নিচ্ছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা। শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে আয়োজিত এক প্রস্তুতিসভা এ তথ্য জানানো হয়। সভা থেকে জানানো হয়, বাংলাদেশের সময়ের সঙ্গে মিল রেখে ২৪ জুন রাতে জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান প্যারেসের মিলনায়তনে এ ‘বিজয় উৎসব’অনুষ্ঠিত হবে। এজন্য জাফরউল্লাহকে আহ্বায়ক ও আশরাফ আলী খান লিটনকে সদস্য-সচিব করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির তত্ত্বাবধানে আছেন আব্দুল কাদের মিয়া।
ওইদিন রাত ৯টায় শুরু হয়ে একটা নাগাদ এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ছাড়াও প্রবাসীরা অতিথি হিসেবে থাকবেন। গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘উন্নয়নের অভিযাত্রায় পদ্মা সেতু নির্মাণের’ আলোকে একটি প্রমাণ্যচিত্র প্রদর্শনের কথা বলা হয়। গান শোনাবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান ও প্রবাসী শিল্পীরা। উৎসবের সমর্থনে রয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখা, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব ও মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরাম।