আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৯:২৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


22কাগজ অনলাইন প্রতিবেদক: পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিশরের বিদায়ী রাষ্ট্রদূত ও ঢাকায় কূটনীতিক কোরের ডিন মাহমুদ ইজ্জাত।

মঙ্গলবার (১৪ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মধ্যে এ সাক্ষা‍ৎ অনুষ্ঠিত হয়।

বৈঠককালে বাংলাদেশ-মিশরের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় উভয়ের মধ্যে।

রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত বলেন, মিশর এখন বাংলাদেশের কার্যকর বন্ধু। গত কয়েকবছর ধরে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য ও সাংস্কৃতিক উন্নয়নে সহযোগিতা করে আসছে।

মিশরের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদেরও প্রশংসা করেন তিনি।

একই সঙ্গে বাংলাদেশে তার কার্যকালে সব ধরনের সহযোগিতা দেওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মিশরের বিদায়ী রাষ্ট্রদূত।

কায়রো সফর করতে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীকে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, সফরে বাংলাদেশ-মিশর দ্বি-পক্ষীয় সম্পর্ক আরও উচ্চ মাত্রায় পৌঁছাবে।

পররাষ্ট্র মন্ত্রীও বিদায়ী রাষ্ট্রদূতকে ঢাকায় কূটনীতিক কোরের ডিন ও মিশন প্রধান হিসেবে কার্যকর ভূমিকা রাখায় ধন্যবাদ জানান।

একই সঙ্গে সুস্বাস্থ্য কামনা করে তার সার্বঙ্গীণ মঙ্গল কামনা করেন এএইচ মাহমুদ আলী।

জুনের শেষ সপ্তাহে মাহমুদ ইজ্জাতের ঢাকা ছাড়ার কথা বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।