আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল পরিচ্ছন্ন থাকুক বাড়িও

পরিচ্ছন্ন থাকুক বাড়িও


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২০ , ৩:১৯ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসের আক্রমণ ঠেকাতে নিজেকে তো পরিচ্ছন্ন থাকতেই হবে, পাশাপাশি জীবাণুমুক্ত রাখতে হবে বাসাবাড়িও। জেনে নিন প্রয়োজনীয় কিছু বিষয়।
ঘরের মেঝে নিয়মিত ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখুন। ঝাড়ু দেওয়ার পর ফিনাইলের মতো পদার্থ পানিতে মিশিয়ে সেই সব জায়গা ভালো করে মুছে নিন।
ঘর ঝাড়ু দেওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। ঘর সাফাই করার সময় হাতে গ্লাভস পরারও প্রয়োজন। কাস শেষ করার পর অবশ্যই সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নেবেন।
অনেক দিন অব্যবহৃত থাকা এসি হুট করে চালাবেন না। কারণ এয়ার কন্ডিশনারের মধ্যে জমে থাকে প্রচুর ব্যাকটেরিয়া ও ভাইরাস।
দরজা, জানালা নিয়মিত পরিষ্কার করবেন।
চেয়ার টেবিলের মতো আসবাবগুলোও খুব নিয়মিত পরিষ্কার করা জরুরি।
সম্ভব হলে জুতা রাখার র‍্যাক দরজার বাইরে রাখুন। এতে জুতার সঙ্গে আসা ভাইরাস ঘরে প্রবেশ করবে না।
পাপোশ ভালো করে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে নিন।
বারান্দায় গাছ থাকলে বা বাড়ির সামনে বাগান থাকলে আগাছা পরিষ্কার করবেন নিয়মিত। এছাড়া বারান্দার মেঝেও খুব ভালো করে পরিষ্কার রাখবেন। গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। কারণ ডেঙ্গুর প্রকোপও কিন্তু এরই মধ্যে বাড়তে শুরু করেছে!