আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য পরিবহন ধর্মঘটে পেছালো ৯৭৮০ কন্টেইনার পণ্য রপ্তানি

পরিবহন ধর্মঘটে পেছালো ৯৭৮০ কন্টেইনার পণ্য রপ্তানি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২১ , ৫:৩৬ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :  পরিবহন ধর্মঘটের প্রভাবে রপ্তানি পণ্য পরিবহনের চক্র পুরোপুরি ভেঙে পড়েছে চট্রগ্রাম বন্দরে। গতকাল রোববার ১ হাজার ৯০০ কন্টেইনার পণ্য রপ্তানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এ জন্য বেসরকারি কন্টেইনার ডিপোতে অপেক্ষায় থাকা ৯ হাজার ৭৮০ কনটেইনার পণ্যের রপ্তানি পিছিয়ে গেছে। জ্বালানি তেলের মূল্য বাড়ানোর প্রতিবাদে গত শুক্রবার পরিবহন ধর্মঘট শুরু করেন পরিবহন মালিকেরা। গতকাল ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হওয়ার পর বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়। বাস ধর্মঘট প্রত্যাহার করা হলেও পণ্য পরিবহনে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাক, কাভার্ড ভ্যানের মালিকেরা।

ধর্মঘটের প্রভাবে গতকাল বন্দর ছেড়ে যেতে পারেনি তিন কনটেইনার জাহাজ। এই তিনটিসহ আজ সোমবার সাতটি কনটেইনার জাহাজ বন্দর ছেড়ে যাওয়ার সময়সূচি রয়েছে। রপ্তানি কনটেইনার না পেলেও এসব জাহাজের কয়েকটি বন্দর ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে বন্দর ও শিপিং এজেন্টের কর্মকর্তারা জানিয়েছেন। সমুদ্রপথে রপ্তানি কনটেইনারের ৯৮ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হয়। প্রতিদিন এ বন্দর দিয়ে গড়ে ১ হাজার ৯০০ কনটেইনার পণ্য বিদেশে পাঠানো হয়।