আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পরিবারসহ করোনামুক্ত শহীদ আফ্রিদি

পরিবারসহ করোনামুক্ত শহীদ আফ্রিদি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২০ , ৬:১৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : পরিবারসহ করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।টুইটারে আফ্রিদি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী ও কন্যারা, আকসা ও আনশা কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর ফের পরীক্ষা করিয়েছে। তারা এখন করোনামুক্ত।’ তাদের জন্য দোয়া করায় সবার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে তিনি। বলেন, ‘সৃষ্টিকর্তা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। এখন পরিবারকে সময় দেওয়ার পালা। আমি এটা খুব মিস করছি।’করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নিজ দেশের অসহায় মানুশের পাশে দাঁড়িয়েছেন আফ্রিদি। নিজ হাতে দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।

এ অবস্থায় ১৩ জুন করোনা ভাইরাসে আক্রান্তের খবর জানান আফ্রিদি নিজেই।