আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পরিবারের পাশে থাকতে রাতেই দেশে ফিরছেন সাকিব

পরিবারের পাশে থাকতে রাতেই দেশে ফিরছেন সাকিব


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২১, ২০২২ , ৫:২৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   পরিবারের পাঁচজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এর মধ্যে তার ছোট তিন সন্তানও রয়েছে। সঙ্গে মা এবং শাশুড়িও অসুস্থ হয়ে হাসপাতালের বেডে। এমন পরিস্থিতিতে পরিবারের পাশে থাকতে দক্ষিণ আফ্রিকা থেকে রাতেই দেশে ফিরছেন সাকিব আল হাসান। পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার উন্নতি হলে হয়তো তিনি দলের সঙ্গেই থেকে যেতেন।

তবে বিসিবিও জানিয়েছে, পরিস্থিতি খারাপ হলে সাকিব যে কোনো মুহূর্তেই দেশে ফিরতে পারবেন। শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। জানা গেছে আজ রাতেই দেশে ফিরে আসার বিমানে উঠছেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এমন পরিস্থিতিতে সাকিব দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিদায় নিয়ে দেশ ফিরতে হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, এখনই ফেরার ভাবনা নেই সাকিবের। পরিবারের সদস্যরা সুস্থ হয়ে উঠছেন। তাই খেলা চালিয়ে যাবেন সাকিব। যদি পরিস্থিতি বাধ্য করে, তবে যেকোনো সময় দেশের পথ ধরবেন তিনি।