আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পরিবার নিয়েই বিলেত যাবে বিরাটরা

পরিবার নিয়েই বিলেত যাবে বিরাটরা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০২১ , ১:১৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  ক’দিন ধরেই ভারত ক্রিকেট অঙ্গনে আলোচনা তুঙ্গে। ইংল্যান্ড সফরে ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রী ও পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যেতে পারবেন কিনা অবশেষে এই অনিশ্চয়তার সমাধান এলো। মঙ্গলবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) থেকে এসে গেল সবুজ সঙ্কেত। জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে যেতে পারবেন তাদের পরিবার। লম্বা ইংল্যান্ড সফরে বিরাট কোহলির সঙ্গে যাবেন আনুশকা শর্মা। করোনা মহামারির কারণে পরিবার নিয়ে ইংল্যান্ড সফরে যাওয়া নিয়ে বাঁধা ছিল।

জানা গেছে, একই নিয়ম মিতালি রাজ্যের দলের ক্ষেত্রেও প্রযোজ্য। মহিলা দলের ক্রিকেটাররাও তাদের পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারবেন। তবে বিশ্ব টেস্ট ফাইনালে বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের উপস্থিত থাকার কথা হলেও ইংল্যান্ডের কঠিন নিভৃতবাসের জন্য তাদের সেখানে যাওয়ার সম্ভাবনা খুবই কম। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, লম্বা সফরে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে পরিবারকে সঙ্গে পাওয়া খুবই জরুরী ছিল। বিসিসিআই সেটা জানে। ক্রিকেটারদের আবেগকে সম্মান দেয় বোর্ড। তাই সর্বসম্মত ভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিশ্ব টেস্ট ফাইনালের সময় সৌরভ ও জয় শাহ উপস্থিত থাকতে পারবেন না কিনা তা নিয়ে এখন ধোঁয়াশা এখনো কাটেনি।