আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অভিনেত্রী তাসনিয়া ফারিণের চাওয়া

অভিনেত্রী তাসনিয়া ফারিণের চাওয়া


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১, ২০২৩ , ৬:১৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : কাজ দিয়ে বেশ গেল বছরটা দারুণ কেটেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। সিনেমায় অভিনয় করেছেন, ওটিটি মাধ্যমের কাজ দিয়েও প্রশংসা কুঁড়িয়েছেন, সরব ছিল নাটকেও। তবে বছরের শেষটা ভালো কাটেনি এ অভিনেত্রী। একটি বিপণিবিতানের চলন্ত সিঁড়িতে গুরুতর আহত হয়ে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি পড়তে হয়েছে তাকে। দৌড়াতে হয়েছে হাসপাতালেও। তাই কাজ থেকে কিছুদিন নিতে হয়েছে বিশ্রা। নতুন বছরের শুরুতেই তাই ফারিণ বললেন, ন’তুন বছরটা পরিবার নিয়ে যেন সুস্থ থাকতে পারি- এটাই চাওয়া।’ বিগত বছরের কাজের জের টেনে নতুন বছরের প্রত্যাশা নিয়ে ফারিণ বললেন, গত বছর সিনেমায় কাজ শুরু করেছি। ওয়েবমাধম্যেও পথচলা ছিল সরব। অভিনয় দিয়ে কতটুক সফল হয়েছি সেই বিচারের ভার দর্শকের কাছে রইল। নতুন বছরে আরও ভালো ভালো কাজ দিয়ে দর্শকের সামনে আসতে চাই। সবশেষে নতুন বছরে সবার জন্য মঙ্গল প্রার্থণা করলেন এই অভিনেত্রী। বললেন, নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক, আমাদের দেশের প্রত্যেক মানুষের জন্য শুভকামনা।