আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব পরীক্ষা কম বলে ভারত-চীনে করোনারোগী কম

পরীক্ষা কম বলে ভারত-চীনে করোনারোগী কম


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২০ , ৫:০০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : এখন পর্যন্ত আমেরিকায় সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যাও সেদেশেই সবচেয়ে বেশি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ঠিকমতো পরীক্ষা হলে ভারত ও চীনে আমেরিকার চেয়ে বেশি রোগীর সন্ধান পাওয়া যেত। শুক্রবার (৫ জুন) ট্রাম্প জানান, এখনও পর্যন্ত আমেরিকায় ২ কোটি মানুষের করোনা টেস্ট করা হয়েছে।

ট্রাম্প বলেন, আমরা দুই কোটির বেশি মানুষকে টেস্ট করেছি। মনে রাখবেন, যত টেস্ট করা হবে, তত বেশি করোনা আক্রান্ত ধরা পড়বে। আমরা যদি চীন, ভারত বা অন্যান্য দেশে টেস্ট করতাম, সেখানে আরও অনেক করোনা পজিটিভ ধরা পড়ত।

ভারতে এখনও পর্যন্ত ৪০ লক্ষ লোকের টেস্ট করা হয়েছে। ট্রাম্প বলেন, কোভিড ১৯ আমাদের শত্রু। এই শত্রু এসেছে চীন থেকে। চীনেই তাকে থামিয়ে দেওয়া উচীত ছিল। কিন্তু তা হয়নি।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, করোনার মতো অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমেরিকা সর্বশক্তি দিয়ে লড়ছে। তাঁর কথায়, দ্রুত ভ্যাকসিন তৈরি করার জন্য আমরা সবরকম আমলাতান্ত্রিক বিধিনিষেধ সরিয়ে নিয়েছি। ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া এগিয়ে চলেছে জোর কদমে।