আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন পরীমনির পোস্টে হা হা রিয়েকশন দিয়েছেন ৭৩ হাজার মানুষ

পরীমনির পোস্টে হা হা রিয়েকশন দিয়েছেন ৭৩ হাজার মানুষ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২১ , ১২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ঢাকার একটি ক্লাবে মধ্যরাতে যৌন হামলা ও হত্যা চেষ্টার শিকার হয়ে মামলার আগে পুরো ঘটনাটি ফেসবুকে প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছিলেন অভিনেত্রী পরীমনি। এরপরই পুলিশ মামলা নিয়ে আসামীদের আটক করে আদালতে উপস্থাপন করে। আদালত তাদের রিমান্ডের আবেদনও মঞ্জুর করে। কিন্তু ফেসবুকে ঘটনার দিন পরীমনির ঐ পোস্টে নানা ধরণের ইমোজি ব্যবহার করে প্রতিক্রিয়া জানিয়েছেন ৩ লাখ ৪০ হাজার ব্যক্তি। এর মধ্যে হা হা রিয়েকশন দিয়েছেন ৭৩ হাজার মানুষ। অর্থাৎ প্রতিক্রিয়া ব্যক্তকারীদের এক পঞ্চমাংশই পরীমনির অভিযোগ নিয়ে হাসিতামাশা করেছেন। পরীমনি তার ওপর যৌন হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ জানানোর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উল্টো তাকেই দোষারোপ করে প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

অন্যদিকে গত কয়েকদিন ধরে আলোচনা-সমালোচনাতো চলছেই। এরই মধ্যে অভিযোগের পর অভিযোগ আসছে তার বিরুদ্ধে। ঢাকা বোট ক্লাব ও গুলশান অল কমিউনিটি ক্লাবের পর চলচ্চিত্র নায়িকা পরীমনির বিরুদ্ধে এবার বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ ওঠেছে। ওই ক্লাবের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এক তারকা দম্পতির অনুষ্ঠানে হাজির হয়ে কোনো কারণে ক্ষীপ্ত হয়ে বনানী ক্লাবে ভাঙচুরের ঘটনা ঘটান পরীমনি। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা না হলেও ক্লাবের রেজিস্ট্রারে ‘অপ্রীতিকর’ ঘটনা হিসেবে নথিবদ্ধ আছে।