আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা পর্তুগালে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২১ , ১২:৫২ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


দিনের শেষে ডেস্ক :  পর্তুগালে সড়ক দুর্ঘটনায় আহত মিজানুর রহমান (২৭) মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পর্তুগালের লিসবনের সান্তামারিয়া হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ডাক্তার রিকবেন্ত। তিনি বলেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। কিন্তু ১৭ দিন কোমাতে থাকার পর, সোমবার লিসবন সময় সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯ জুন শনিবার দুপুর ১টায় পর্তুগালের রাজধানী লিসবনের আলকান্তা নামক স্থানে চলন্ত অবস্থায় ইলেকট্রিক বাইসাইকেলের ব্রেকের তার ছিড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়েন।

পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি রানা তসলিম উদ্দিন বলেন, পর্তুগালে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা রাইড শেয়ারিংয়ের (উবার) কাজ করেন, বিশেষ করে ইলেকট্রিক বাইসাইকেল দিয়ে, আমরা সবসময় তাদেরকে নিয়ে উদ্বিগ্ন থাকি। তাদেরকে এটুকু বলতে চাই সাইকেল দিয়ে খাবার ডেলিভারির সময় ট্রাফিক আইন মেনে চলুন।