আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// পলাশবাড়ীতে মাইক্রোবাসচাপায় ৩ জন নিহত : মহাসড়ক অবরোধ

পলাশবাড়ীতে মাইক্রোবাসচাপায় ৩ জন নিহত : মহাসড়ক অবরোধ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২০ , ১১:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসের চাপায় রিকশা ভ্যানের চালকসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রংপুর থেকে একটি মাইক্রোবাস বগুড়ার দিকে যাওয়ার পথে মহেশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি রিকশা ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ এক নারী ও তার কোলের শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।

পলাশবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) হাসিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।