আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ পাঁচবিবিতে অটোচাপায় নিহত ২

পাঁচবিবিতে অটোচাপায় নিহত ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১২:৩২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


8জয়পুরহাট: জেলার পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের বিদ্দিগ্রাম এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার বিদ্দিগ্রামের স্থায়ী বাসিন্দা সন্তোস (৪৫) ও জিতেন (৫০)। এছাড়া এঘটনায় আহত হয়েছেন নুরুজ্জামান (৩৫) নামে এক অটোরিকশা যাত্রীও।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবি থেকে অটোরিকশাটি শালাইপুর যাচ্ছিল। পথিমধ্যে বিদ্দিগ্রাম এলাকায় হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশে থাকা দুই পথচারীকে চাপা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্তোস ও জিতেনকে মৃত ঘোষণা করেন এবং নুরুজ্জামানকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে নেন।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) কিরণ কুমার দাস জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।