পাঁচ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২, ২০২১ , ৫:১৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। কাগিসো রাবাদার বোলিং তোপে টাইগাররা হয়ে পড়ে ছন্ন ছাড়া। পাঁচ বলের ব্যবধানে তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠান রাবাদা। স্কোর বোর্ডে ২৮ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। রাবাদার দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মোহাম্মদ নাঈমকে (৯) রিজা হেনড্রিকসের ক্যাচ বানান। পরের বলে সৌম্য সরকারকে এলবিডব্লিউ করেন রাবাদা। ষষ্ঠ ওভারে আরেকবার বল হাতে নিয়ে নিজের তৃতীয় শিকার বানান মুশফিকুর রহিমকে। ২২ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২৪-৩! এই তিন উইকেট হারিয়ে যখন চাপে পড়ে বাংলাদেশ তখন ক্রিজে এসে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়ে ফিরে গেছেন। রিয়াদের পরে খুব দ্রুত আউট হয় আফিফ হোসেন। ফলে ৪০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ মোস্তাফিজ
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে থাকলেও পরাজয়ের বৃত্ত ভাঙ্গতে চায় টাইগাররা। এমন লক্ষ্য নিয়েই মঙ্গলবার আবু-ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে টাইগাররা। এবার টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় বিকাল ৪টায়। ইতোমধ্যে ম্যাচের টস সম্পন্ন হয়েছে। আজ টস ভাগ্য ছিলো বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বিপক্ষে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গায় প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েছে শামীম হোসেন পাটোয়ারী। এদিকে আজ একাদশ থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তার বদলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), শামীম হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: রিজা হেনড্রিক্স, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, টেম্বা বাভুমা (অধিনায়ক), এডেন মার্করাম, ডেভিড মিলার, দ্বাইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, আনরিচ নর্টজে,তাব্রাইজ শামসি।