পাকিস্তানী ক্রিকেটে করোনার থাবা : আক্রান্ত ৩ ক্রিকেটার
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২০ , ৬:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : ইংল্যান্ড সফরের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওই দলের তিনজন ক্রিকেটারের দেহে করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন তরুণ পেসার হ্যারিস রউফ, লেগ স্পিনার শাদাব খান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে উঠে আসা ওপেনার হায়দার আলী। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
তাদের কারই দেহে করোনার উপসর্গ ছিল না। রোববার তাদের রাওয়ালপিন্ডিতে করোনার পরীক্ষা করানো হয়। এছাড়া করাচি, লাহোর এবং পেশোয়ারে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়েছে। তাদের ফল এখনও হাতে পায়নি পিসিবি। ওই সব প্রদেশের ক্রিকেটাররা করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলে লাহোরে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।
রাওয়ালপিন্ডির ইমাদ ওয়াসিম ও উসমান শেনওয়ারি যেমন করোনা নেগেটিভ হওয়ায় লাহোরে আসতে বলা হয়েছে। অন্যদিকে হায়দার আলী, শাদাব খানরা আইসোলেশনে যাবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পিসিবির মেডিকেল টিম দ্রুতই তাদের আইসোলেশনে যাওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে ২৪ জুন লাহোরে আসবেন ইমাদ ওয়াসিমরা।
আগামী জুলাইয়ে পাকিস্তান তিন টেস্ট ও তিন ম্যাচের টি-২০ খেলতে ইংল্যান্ড সফরে যাবে। ওই দলের জন্য ৩০ সদস্যের বড় দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। এছাড়া স্টান্ডবাই ক্রিকেটারও রাখা হয়েছে। যাতে ইনজুরিতে পড়লে কিংবা করোনা আক্রান্ত হলে দ্রুতই তার বিকল্প পাকিস্তান নিতে পারে।