পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত সাকিব?
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২১ , ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
স্পোর্টস ডেস্ক : চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অনুপস্থিত সাকিব আল হাসান। বিশ্বকাপ শেষে দেশেই ফেরেননি এ বাঁহাতি অলরাউন্ডার। দুবাই থেকে সোজা চলে যান যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে। বিসিবি সূত্রে জানা গেছে, আজ সোমবার দেশে ফিরছেন তিনি। উদ্দেশ্য টি-টোয়েন্টি সিরিজ শেষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার। কিন্তু সাকিব সেই সিরিজে খেলবেন কিনা তা অনেকটা অনিশ্চিত। কারণ দেশে না থাকায় তার চোটের বর্তমান অবস্থা সম্পর্কে তেমন একটা ধারণা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের। বিসিবি সূত্র জানিয়েছে, ফিজিওর সঙ্গে আলোচনা করতে আজ দেশে ফিরবেন সাকিব। ওদিন তার পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে সাকিবকে টেস্ট দলে রাখা হবে কিনা। তবে নির্বাচকরা আশাবাদী, প্রথম টেস্টে খেলার জন্য সাকিব ফিট না থাকলেও দ্বিতীয়টিতে তাকে পাওয়া যাবে। ওই সময় ফিটনেসের ন্যূনতম সম্ভাবনা থাকলেই সাকিবকে নিয়ে টেস্টের দল ঘোষণা করবেন তারা।
উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর থেকে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট খেলতে দুদল ফের ফিরবে ঢাকার মিরপুরে। ৪ ডিসেম্বেরে শুরু হবে খেলাটি। প্রসঙ্গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন সাকিব। এর পর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে মাঠে নামেননি এ বিশ্বসেরা অলরাউন্ডার। সংযুক্ত আরব আমিরাত থেকে সোজা যুক্তরাষ্ট্রে চলে যান পরিবারের কাছে। সেখান থেকে সোমবার দেশে ফেরার কথা তার।