আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পাকিস্তানের বোলিং কোচ হতে চান না ওয়াকার ইউনিস

পাকিস্তানের বোলিং কোচ হতে চান না ওয়াকার ইউনিস


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৩ , ১২:৪৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : পাকিস্তান ম্যান’স ক্রিকেট দলের বোলিং কোচ হতে চান না সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিস। টুইটবার্তায় স্পষ্ট এ কথা জানিয়ে দিলেন এই পেসার। কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে তাকে পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ বানানো নিয়ে আলোচনা চলছে। গুঞ্জন উঠেছে, তাকে কোচের দায়িত্ব নেয়ার অফারও করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। এবার সেই গুঞ্জন সম্পর্কে পরিষ্কার ধারণা দিলেন তিনি। টুইটবার্তায় ওয়াকার লিখেছেন, আমার কোন ইচ্ছা নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের বোলিং কোচ হওয়ার। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ ছিলেন ওয়াকার ইউনিস। এর আগে ২০১০-২০১২ সালের মাঝামাঝি সময়ে এবং ২০১৪ এবং ২০১৬ সালে পাকিস্তান ম্যান’স ক্রিকেট টিমের প্রধান কোচের দায়িত্বও পালন করেন ওয়াকার ইউনিস।