আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন পাকিস্তানে তরুণ গায়িকাকে গুলি করে হত্যা

পাকিস্তানে তরুণ গায়িকাকে গুলি করে হত্যা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২৩ , ৫:৫৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  আফগানিস্তানের জনপ্রিয় গায়িকা হাসিবা নুরিকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (১৬ জুলাই) দিবাগত রাতে পাকিস্তানের পেশোয়ারে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে নিউজ১৮।

দ্য স্টেটমেন্ট ডটকম জানিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে গুলি করে হত্যা করা হয়েছে ৩৮ বছর বয়সী গায়িকা হাসিবা নুরিকে। এ শিল্পীর ঘনিষ্ঠ বন্ধুরা ও সহশিল্পীরা এই তথ্য নিশ্চিত করেছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। ২০২১ সালে তালেবানদের হাত থেকে বাঁচতে পালিয়ে পাকিস্তানে গিয়ে আশ্রয় নেন হাসিবা। তারপর থেকে পেশোয়ারে ছিলেন তিনি। সেখানেই অজ্ঞাত বন্দুকধারী গায়িকাকে গুলি করে হত্যা করে। ঘটনার পরই এলাকায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাকিস্তানি পুলিশ গায়িকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

দেশ থেকে পালিয়ে পাকিস্তানে যাওয়ার পর তালেবান শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন হাসিবা। সাক্ষাৎকার দিতে গিয়েও একাধিকবার নিজ দেশের নারীদের দুর্দশার কথা বলেছেন। তালেবানরা কীভাবে নারীদের অত্যাচার করছে সেকথাও জানান তিনি।